পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়া উপজেলার আলোচিত দা-বাহিনীর প্রধান নাসির উদ্দিনসহ তিনজনকে অস্ত্রসহ সেফহোমে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার রাত ১১টার দিকে সাংবাদিক আকরাম হোছাইনের মধ্যস্ততায় র্যাবের একটি দল তাদেরকে সেফহোমে নেন।

নাসির উদ্দিন টইটং ইউপির পন্ডিত পাড়ার আবুল হোসেনের ছেলে। অপর দুই জন হলেন একই এলাকার নুরুল আলমের ছেলে মোঃ সাকের ও চকিদার পাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে আমির হোসেন।

সূত্রে জানা গেছে, আগামী ১২ নভেম্বর বাঁশখালীর এক অনুষ্ঠানে বেশ কয়েকজন জলদস্যু, ডাকাত ও অস্ত্র ব্যবসায়ীরা স্বরাস্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন। আলোচিত সাংবাদিক আকরাম হোছাইনের মধ্যস্ততায় আত্মসমর্পণ অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

এদিকে খুব গোপনে আলোচিত দা-বাহিনীর প্রধান নাসির উদ্দিনসহ অপর দুইজন সাংবাদিক আকরাম হোছাইনের হাত ধরে র্যাবের হেফাজতে চলে যান। তারা আত্মসমর্পণ করে ভাল হয়ে যাওয়ার মনস্থীর করায় পেকুয়ার সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্থরের মানুষদের জন্য স্বস্থির খবর বলে এলাকাবাসীরা মনে করে।

সাংবাদিক আকরাম হোছাইন বলেন, নাসির আত্মসমর্পণ করায় পেকুয়াবাসীর জন্য স্বস্থির খবর। পেকুয়াবাসীর দোয়া আর ভালবাসা নিয়ে চলতে চাই।