এম.মনছুর আলম, চকরিয়া :
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চকরিয়া উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণ ডুলাহাজারা ডিগ্রি কলেজ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।
এতে সভাপতিত্ব করেন ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.ফরিদ উদ্দিন চৌধুরী।
উদ্বোধনে প্রধান অতিথির বলেন, পানি থেকে শিশুসহ প্রাপ্ত বয়সের সকলের জীবন বাঁচাতে সবচেয়ে বেশি জরুরি সাঁতার শেখানো। সাঁতারই পারে পানিতে ডুবে যাওয়ার মৃত্যু ঠেকাতে। এ জন্য সাঁতার শেখানোর বিকল্প নেই। দেশে প্রতি বছর পানিতে ডুবে যারা মারা যায় তাদের অধিকাংশের বয়স ১৫ থেকে ১০ বছরের নিচে। শিশুদের সাঁতার শেখানোর মধ্য দিয়ে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা সম্ভব। সাঁতার জীবন বাঁচাতে সাহায্য করার পাশাপাশি শরীর ও মনকে সতেজ রাখে।
তিনি আরও বলেন, সাঁতার শেখার জন্য কিংবা সাঁতারু হতে হলে সুইমিংপুল আবশ্যক নয়। যেকোনো পুকুর কিংবা দিঘিতে সাঁতার অনুশীলন করা যায়। জীবন রক্ষার জন্য সাঁতার শেখানো খুবই জরুরি। শিশুদের বড় একটি অংশ মারা যায় পানিতে ডুবে। এ জন্য পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকেও সচেতন হতে হবে।