বার্তা পরিবেশক :
শ্রদ্ধা, ভালোবাসা এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে কক্সবাজার জেলা যুবলীগের উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

সভাপতির বক্তব্যে সোহেল আহমদ বাহাদুর বলেন, ১৯৮৭ সালের এদিনে যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। নূর হোসেনের এই আতœত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গনতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছে। তাই নূর হোসেনের এই ত্যাগ বাঙ্গালী জাতি কখনো ভুলবেনা।

সভাপতি আরো বলেন, ‘নূর হোসেন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের রক্ত বৃথা যায়নি। তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। সে সঙ্গে ভাত ও ভোটের অধিকার পেয়েছে। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান বক্তার বক্তব্যে শহিদুল হক সোহেল বলেন, যে গণতন্ত্রের জন্য নূর হোসেন রক্ত দিয়েছিলেন দেশে সেই গণতন্ত্র বর্তমানে অব্যাহত রয়েছে। সুতারাং নূর হোসেনকে বর্তমান যুব সমাজকে অনুসরণ করতে হবে। শহীদ নূর হোসেনের ইতিহাস যুবলীগের প্রত্যাকটি কর্মীকে মনে রাখতে হবে।

জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, শহর যুবলীগের যুগ্ন-আহবায়ক শাহেদ মোঃ এমরান, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তাজউদ্দিন তাজমহল, সাংবাদিক শফিউল্লাহ শফি, ইমরুল কায়েস চৌধুরী, দিদারুল ইসলাম রুবেল, কাজী দিদার, নাছির সিকদার, সাজ্জাদ পারভেজ নয়ন, রিগ্যান আরাফাত, আরিফউল্লাহ খান, মোঃ ইসহাক মিয়া, এড. শামশুল আলম, এনামুল কবির, নাজমুল ইসলাম শাকিল, হেলাল মাহমুদ, আবছার, মোর্শেদ, এহেসানুল হক মিলন, তৌহিদুল ইসলাম, ফয়সাল তারেক, কায়সারুল ইসলাম কায়েস, মোঃ কায়সার, সানি ইসলাম, আক্কাস, শাহাবউদ্দিন, রাজিবুল হক রাশেদ, জুয়েল সিকদার, রাজিব, শহিদুল্লাহ কায়সার ও আকতার কামাল প্রমূখ।