বিদেশ ডেস্ক”

২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে স্বাগত জানাতে কালবিলম্ব করেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে চার বছর পর এবার দেখা গেলো ভিন্ন চিত্র। এবার জো বাইডেন নির্বাচিত হলেও এখন পর্যন্ত তাকে অভিনন্দন জানাননি পুতিন। যদিও অন্য বিশ্বনেতারা এরইমধ্যে বাইডেনকে অভিনন্দন জানিয়ে তার প্রশাসনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, এবার হয়তো মার্কিন নির্বাচন নিয়ে পুতিনের উত্তেজনা কিছুটা কম।

সমালোচকদের অনেকেই ট্রাম্পকে রাশিয়ার পুতুল বা পুতিনের পছন্দের ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে থাকেন। অন্যদিকে জো বাইডেন মস্কোর একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি রাশিয়াকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।

বাইডেনের বিজয়ের খবরে রুশ সংবাদমাধ্যমগুলোরও তেমন আগ্রহ দেখা যায়নি। বরং বাইডেনকে একজন বার্ধক্যগ্রস্ত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে রুশ মিডিয়া।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে পুতিনের এখনও অভিনন্দন না জানানোর কারণ হিসেবে রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোট গণনার কার্যক্রম এখনও শেষ হয়নি। ফলে বোধগম্য কারণেই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে ক্রেমলিন। সূত্র: বিবিসি।