শাহেদ মিজান, সিবিএন:
নবগঠিত কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. সাদ্দাম হোসেন বলেছেন, নবগঠিত কক্সবাজার জেলা ছাত্রলীগে কোন ধরণের বিভক্তি থাকবে না। কাউকে বিভক্ত করতে সুযোগ দেয়া হবে না।

তিনি বলেন, আমাদের কমিটিতে সভাপতি গ্রুপ বা সাধারণ সম্পাদক গ্রুপ থাকবে না। আমরা সবাই এক সঙ্গে; এক কাতারে থেকে জননেত্রী শেখ হাসিনার ছাত্রলীগকে সুসংগঠিত করবো।

কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাদ্দাম হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, সভাপতি গ্রুপ বা সাধারণ সম্পাদক গ্রুপ সৃষ্টি করার পরিণতি খুব খারাপ হবে। কারো বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সভাপতি সাদ্দাম হোসেনের এই প্রতিক্রিয়া সমর্থন করেন সাধারণ সম্পাদক মারুফ আদনানও।

তিনিও বলেছেন, জেলা ছাত্রলীগসহ অাওতাভুক্ত কোনো ইউনিট কমিটিতে এই প্রথা থাকবে না। অতীতে থাকলেও সে ধারাকে পরিবর্তন করার জন্য আমরা নতুন সাংগঠনিক চর্চা শুরু করবো। এ রকম আরো অনেক অসাংগঠনিক প্রথাকে আমরা বিদায় দিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগকে সারাদেশের জন্য একটি আদর্শ কমিটি হিসেবে আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে উপহার দিতে চাই।