প্রেস বিজ্ঞপ্তি,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব বর্ষের উপহার “যাদের জমিও নাই ঘরও নাই” তাদেরকে ঘর নির্মাণ করে দেয়া বিষয়ে রামুতে সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর, রবিবার দুপুরে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
রামু উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপকার ভোগীদের তালিকা হালনাগাদ, শ্রেণী মূল্যায়ন, খাস জমি সংক্রান্ত, ইউনিয়নের জনসংখা অনুপাতে বরাদ্ধসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ” যাদের জমি আছে ঘর নাই” প্রকল্পের আওতায়
রামু উপজোর ১১ ইউনিয়নে প্রতি ওয়ার্ড়ে ২ টি করে মোট ১৯৮ টি প্রদত্ত ঘর চলতি মাসে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের সিদ্ধান্ত গৃহীত হয় |
সভায় বক্তব্য রাখেন উপজেলার চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান এম ডি শাহ আলম, কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুচ ভুট্টো, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়াসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন।