সংবাদ বিজ্ঞপ্তিঃ
পর্যটন নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্র লালদিঘীর উত্তর পাড়স্থ পিয়ারা মঞ্জিলের নিচ তলায় জেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার নতুন শাখার উদ্বোধন হয়।
রবিবার (৮ নভেম্বর) অপরাহ্ণ ২ ঘটিকার সময় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজির সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী হুমায়ুন তাজের হিফজ সম্পন্নের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাযুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলার সম্মানিত উপদেষ্টা, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সোলাইমান কাসেমী। উপস্থিত ছিলেন কক্সবাজার লালদিঘী জামে মসজিদের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহ আলম,
নবনির্বাচিত সহসভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহাম্মদ রফিকুল হক, সদস্য বাবুল আলম চৌধুরী, অর্থ সম্পাদক আবু ইউসুফ, কক্সবাজার ৩ নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন ও অত্র ভবনের সত্ত্বাধিকারী ফয়সাল হুদা।
অনুষ্ঠানের শেষপ্রান্তে লালদিঘী জামে মসজিদের নব নির্বাচিত কমিটিকে দারুল আরক্বম পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।