ফেলে যাওয়া ব্যাগের মধ্যে ছিল টাকা, চেক, গুরুত্বপূর্ণ ল্যাপটপ

সততার উজ্জ্বল দৃষ্টান্ত

প্রকাশ: ৮ নভেম্বর, ২০২০ ০৮:০৮

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ফেসবুক কর্ণারঃ
আজ ৭/১১/২০ তারিখ সততার দৃষ্টান্ত দেখালেন একজন সধারণ সিএনজির চালক ও সিএনজির মালিক বিজিবি ক্যাম্প এলাকার ব্যবসায়ী সাইফুল।
সন্ধ্যায় বড় ভাই বাসা থেকে ব্যাগ নিয়ে সাইফুল সাহেবের মালিকানাধীন সিএনজি যোগে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের হেড অফিস লিংকরোড়ে গিয়ে ব্যাগ গাড়িতে রেখে নেমে যায়।
যে ব্যাগের মধ্যে ছিল টাকা, চেক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যাপটপ।
আমরা ভাইরাসহ বন্ধু-বান্ধব, শুভাকাংখী এবং শখানেক আমাদের কর্মচারী প্রায় চার ঘন্টা খুঁজি। ব্যর্থ হওয়ার মুহূর্তে ফেসবুকে সাইফুল সাহেবের ব্যাগ পাওয়ার একটি স্ট্যাটাস চোখে পড়ে।
পরে জানতে পারি, ব্যাগটি তার সিএনজি চালক তার কাছে জমা দিয়ে বাড়ি চলে যায়।
অথচ ব্যাগ খুললেই একটি সিএনজি কিনে চালক থেকে সিএনজির মালিক হওয়া তার হাতের নাগালে ছিল।
কিন্তু তাঁর সততা দুনিয়ার লোভ ত্যাগ করে পরকালের জন্য তা জমিয়ে রাখল।
ধন্যবাদ দিয়ে ছোট করছি না আপনাদের।

শ্রমিক নেতা ও মানবাধিকারকর্মী
আমিনুল ইসলাম হাসানের
ফেসবুক স্ট্যাটাস থেকে।