হারুনর রশিদ, মহেশখালী :

মহেশখালী বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন এর বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ৭নভেম্বর শনিবার কলেজ অডিটরিয়ামে(ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মকছুদ আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্টিত বিদায় সংম্বর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।

প্রধান অতিথি বলেন, অধ্যক্ষ মোহাম্মদ হোছনকে সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজ আজীবন স্মরণ করবে। একটি শিক্ষা প্রতিষ্টান অল্প সময়ে সরকারী করণ তাঁর নিরলস প্রচেষ্টার ফসল।

প্রধান অতিথি নারী শিক্ষা বিকাশে বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এ অতি দ্রুত একটি আবাসিক হোস্টেল ও একাডেমিক ভবন স্থাপন করার প্রতিশ্রুতি প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, মহেশখালী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ কবির, হোয়ানক কলেজ এর অধ্যক্ষ সরওয়ার কামাল,বান্দরবন সরকারী কলেজের অধ্যাপক ফরিদুল আলম,বঙ্গবন্ধু সরকারী মহিলা কলেজ এর প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব ফজল আহাম্মদ, বঙ্গবন্ধু মহিলা কলেজ এর দাতা সদস্য আকতার কামাল চৌধুরী,বড় মহেশখালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আযাদ, শিক্ষকগণের পক্ষে বক্তব্য রাখেন প্রভাষক মো ইউনুছ, প্রভাষক মাহাবুবর রহমান।

কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক সরওয়ার কামাল মঞ্জু ও প্রভাষক হোসনে আরার উপস্থাপনায় শিক্ষক গনের মধ্যে উপস্থিত ছিলেন মোকারমা খানম, লাইলুন নাহার,জাফার আলম,মিঠু চন্দ্র পাল,আমান উল্লাহ,মিজানুর রহমান, উকিল আহাম্মদ,খালেদা বেগম,শাহেনা আক্তার,আবু হানিফ,হাবিবুর রহমান,প্রদর্শক গিয়াস উদ্দিন, আবু কাউছার, গ্রহান্তরিক শওকত মোবাকর সহ কলেজের শিক্ষার্থী,অভিভাবক,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।