কামাল শিশির, রামু:
রামু থেকে ৮০ ঘনফুট অবৈধ চিরাই কাঠ উদ্ধার করেছে কক্সবাজার উত্তর বন বিভাগের লোকজন। এসময় জব্দ করা হয়েছে একটি পিকআপও।

সদর রেঞ্জের স্পেশাল ওসি একেএম আতা এলাহীর নেতৃত্বে ৬ নভেম্বর রাত সাড়ে ১০ টার দিকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশণায় ও সহকারী বন সংরক্ষকের তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সন্দেহভাজন পিকআপ গাড়ীকে দাঁড় করালে চালক গাড়ী ফেলে পালিয়ে যায়।পরে গাড়ীতে থাকা ৮০ ঘনফুট অবৈধ বিবিধ চিরাই কাঠ সহ একটি পিকআপ জব্দ করা হয়।

গাড়ীটি সংশ্লিষ্ট দপ্তরে রাখা হয়েছে।এছাড়া অপরাধীদের বিরুদ্ধে বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কক্সবাজার উত্তর বন বিভাগের সদর রেঞ্জের স্পেশাল ওসি একেএম আতা এলাহী।