এম.জিয়াবুল হক,চকরিয়া :

মাতামুহুরী সাংগঠনিক উপজেলার অধীন পুর্ববড় ভেওলা ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন ও বিশেষ বর্ধিতসভা বুধবার (৪ নভেম্বর) স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

বিশেষ বর্ধিত সভার আগে সম্মেলন উদ্বোধন ঘোষনা করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফজলুল কাদের এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, কক্সবাজার জেলা কৃষকলীগের সহ-সভাপতি আমিনুল হক চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারবিলের চেয়ারম্যান মহসিন বাবুল, কক্সবাজার জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সনজিত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ, বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদিউল আলম, পুর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন সিকদার, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মেম্বার, তরুন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সোহেল।

সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ ছাড়াও সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিতসভা শেষে প্রধান অতিথি এমপি জাফর আলম, প্রধান বক্তা জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীসহ উপস্থিত অতিথিবৃন্দ সকলের মতামতের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট পুর্ববড় ভেওলা ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষনা করেন। এতে তরুন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সোহেলকে সভাপতি, মিজানুর রহমান টিপুকে সাধারণ সম্পাদক ও মো.মহসিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি এমপি জাফর আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার দক্ষ নেত্বত্বে চকরিয়া-পেকুয়া মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সকলস্থরের নেতাকর্মী অবিচল রয়েছে। সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন।

আওয়ামীলীগের পাশাপাশি কৃষকলীগসহ সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীকে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার মাধ্যমে আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।

এমপি জাফর আলম বলেন, আওয়ামীলীগের ভেতর কোন ধরণের বিভেদ নেই, তবে নেতাকর্মীদের মাঝে মতানেক্য থাকতে পারে, তা আলোচনা টেবিলে সমাধান করা সম্ভব। তাই সবাইকে সকল ধরণের ভেদাভেদ পরিহার করে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে।