অনলাইন ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে কোথাও এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন আবার কোথাও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগ অঙ্গরাজ্যে ফলাফল আসলেও এখনও বেশকিছু অঙ্গরাজ্যে ফলাফল আসতে বাকি।

এখন পর্যন্ত ৯টি অঙ্গরাজ্যের ফল ঝুলে রয়েছে। এসব অঙ্গরাজ্য হলো পেনসিলভানিয়া (ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২০), জর্জিয়া (১৬), মিশিগান (১৬), নর্থ ক্যারোলাইনা (১৫), উইসকনসিন (১০), অ্যারিজোনা (১১), নেভাদা (৬), মেইন (৪) ও আলাস্কা (৩)।
আল জাজিরার খবরে বলা হয়, ২৩৮ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন গাধা প্রতীকের প্রার্থী জো বাইডেন। অন্যদিকে, হাতি প্রতীকের ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল ভোট ২১৩। ৫৩৮ টি ইলেকটোরাল কলেজের মধ্যে নির্বাচিত হতে প্রয়োজন হবে ২৭০।
সিএনএনের তথ্য অনুযায়ী, ইলেকটোরাল কলেজ ভোটের মতো পপুলার ভোটেও এগিয়ে আছেন বাইডেন। এখন পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ছয় কোটি ৮৭ লাখ ৩৮ হাজার ৬৮১। আর ট্রাম্প পেয়েছেন ছয় কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৮৯ ভোট। -আরটিভি