আবুল কালাম , চট্টগ্রাম :

চট্টগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার স্বরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্টিত হয়েছে।

মঙ্গল বার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর দামপাড়াস্থ বঙ্গ বন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী প্রয়াত জহুর আহাম্মদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তি যুদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত জহুর আহাম্মদ চৌধুরীর ছেলে মোঃ জসীম উদ্দীন চৌধুরী, সংগঠনের মহাসচিব উত্তম কুমার বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খান,সাংবাদিক ফারুক আবদুল্লাহ,যুগ্ম মহাসচিব এড.স্বাগতম দত্ত,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এস.এম.বাবর,উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাদা বাবলু মিয়া,মোঃ মেহফুজ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ আরেফিন, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবুল কালাম,কোষাধ্যক্ষ শওকত মাসুম,দফতর সম্পাদক মোঃ মনজু মিয়া।
চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নওশাদ সেলিম, সহ সভাপতি নুর হোসেন দুলাল,সাধারন সম্পাদক খোরশেদ আলম বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক আমানুল হক বাহার,সাংগঠনিক সম্পাদক রনি সরকার, বায়েজিদ থানার মো ফয়সাল,মো হাবিবুর রহমানসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।সভা শেষে জাতীয় চার নেতা
মহান মুক্তিযুদ্ধের সকল শহীদসহ বিগত দিনের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত করা হয়।