শেফাইল উদ্দিন :

ব্যঙ্গ চিত্র প্রকাশের মাধ্যমে ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননার প্রতিবাদে কক্সবাজার সদরের ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর দুপুর ২ টার দিকে ঈদগাও বাজার ও মহাসডকের বাসষ্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
জানাযায়,বিক্ষোভ মিছিলটি ঈদগাও বঙ্কিম বাজার থেকে শুরু করে বাজারের ডিসি সড়ক হয়ে গরুবাজার প্রদক্ষিণ করে ঈদগাঁও বাস-স্টেশনস্থ মহাসড়কে সমাবেশে মিলিত হয়।

এ সমাবেশে মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে, মাওলানা হাফেজ আমীনুর রশিদ ও মাওলানা এমদাদ উল্লাহর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ইমাম জাফর আলম, মাওলানা হাফেজ রমজান আলী, হাফেজ মুবিনুল হক জমিরী, মাওলানা এহসানুল হক, এ্যাড. রিদওয়ানুল কবির, ওলামা পরিষদ সভাপতি আল্লামা আবদু সালাম রিয়াদী, হাফেজ কামাল আহমদ প্রমুখ। সবশেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম সাহেব।
বিক্ষোভ কর্মসূচিতে প্রবাসী মাওলানা নুরুল আজিম, মাওলানা মোক্তার আহমদ, ব্যবসায়ী মোঃ কামাল, আব্দু রহিম, আবুল কালাম, আমানুল্লাহ আমান, ছৌয়দ আকবর, মোঃ কাশেম, জসিম উদ্দিন, দুদু মিয়া, আরফাত, শামসুল আলম, মোঃ খালেদ, আবু তালেব, রুবেলসহ ধর্মপ্রাণ সহস্রাধিক মুসলমানরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ইহুদি রাষ্ট্র ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে পুরো বিশ্বে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। এ ঘটনায় ফ্রান্স সরকারকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যতায় তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ থেকে ফ্রান্সের সকল ধরণের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।