রাসেদুল ইসলাম মাহমুদ:

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সাথে তুরস্কের এম্বাসেডর মোস্তফা ওসমান তুরান সাক্ষাত করেছেন৷

রবিবার (১ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় এর জেলা প্রশাসক এর কক্ষে এম্বাসেডর মোস্তফা ওসমান তুরান পৌঁছলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, চকরিয়া- পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বিএ, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান৷

অনুষ্টানে এম্বাসেডর মোস্তফা ওসমান তুরান এর সাথে স্থানীয় জনগোষ্ঠীর জন্য, কক্সবাজারে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ বিভিন্ন খাত উন্নয়নের বিষয়ে তুরস্ক সরকারের পক্ষ হতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়।

নিজভূমি হতে বিতড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের পুনর্বাসনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্ক সরকার অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় অন্যন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলি, জেলা প্রশাসক কার্যালয় এর গোপনীয় শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হাবীব, এম্বাসেডর সাথে আসা প্রতিনিধিসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন৷