ফরিদুল আলম দেওয়ান , মহেশখালী :

মহেশখালী থানার আয়োজনে  ৩১ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সকাল দশটায় থানা প্রাঙ্গণ থেকে র‍্যালী বের হয়ে মহেশখালী পৌরসভা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে মহেশখালী থানা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মহেশখালী-কুতুবদিয়া, সার্কেল) জাহিদুল হক, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া,উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এম আজিজুর রহমান, সদস্য সচিব রিদওয়ান রাসেল, আওয়ামী লীগ নেতা ব্রজ গোপাল ঘোষ, এনামুল করিম, সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, হারুনুর রশিদ, আবুল বাশার পারভেজ ও সৈয়দ মুস্তাফা আলী সহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন। সভায় মহেশখালীর সম্ভাব্য ও প্রয়োজনীয় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার বিষয়ে আলোচনা করা হয়।