ওসমান আবির :

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে টেকনাফের শাহপরীর দ্বীপে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদে জুমা সচেতন মুসলিম সমাজের ব্যানারে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি শাহপরীর দ্বীপ বাহরুল উলুম মাদ্রাসা থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনরাস্তার মাথা বাজারে এক সমাবেশে মিলিত হয়।

মিছিলোত্তর প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা মাদরাসার মুহতামিম মাওলানা নজির আহমদ। হাফেজ মো. ইয়াহিয়া কলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাহপরীর দ্বীপ বাহরুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জায়নুল আবেদীন, দারুশ শরিয়া আল ইসলামিয়ার মুহতামিম হাফেজ মাওলানা বদরুল আলম, দারুচ্ছাকাফা মাদরাসার মুহতামিম মাওলানা রেজাউল করিম, শাহপরীর দ্বীপ বাহরুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ জুনায়েদ, দারুল ঈমান মাদরাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন, তাবলীগ জামাতের নুরুল আবছার, মাহাদ আবু বকর ছিদ্দিক মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক,বাহরুল উলুম মাদরাসার শিক্ষক মাস্টার জসিম উদ্দিন, মাওলানা রাহমত উল্লাহ।

সমাবেশে বক্তারা ফ্রান্সে মহানবী (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের পন্য বয়কটের জন্য মুসলমানদের প্রতি আহবান জানান।