মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

অশ্রুজলে চিরবিদায় দেওয়া হলো ঈদগাহ’র সবার প্রিয়মুখ মোঃ শফিকে। পিতা-মাতার কবরের পাশে সবার প্রিয়মুখ মোঃ শফিকে চিরনিদ্রায় শায়িত হয়েছে। এরআগে, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ সাংগঠনিক থানা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ শফি’র বিশাল নামাজে জানাজা শুক্রবার ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ঈদগাঁহ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ঈদগাঁহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জানাজার নামাজে ইমামতি করেন।

কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাজার পূর্বে ঈদগাঁহ সাংগঠনিক থানা বিএনপি’র সদস্য সচিব আলমগীর তাজ জনি’র সঞ্চালানায় মরহুমের জীবনের স্মৃতিচারন করে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ.টি.এম নুরুল বশর চৌধুরী, মরহুমের পরিবারের পক্ষে তাঁর ছোট ভাই মাস্টার নুরুল আমিন হেলালী প্রমুখ। বক্তারা বক্তব্য প্রদানকালে মুসল্লীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এক করুণ দৃশ্যের অবতারণা হয়।

বিশাল নামাজে জানাজা শেষে ঈদগাঁহ ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া বড় কবরস্থানে মরহুম মোঃ শফি’র পিতা মরহুম হাজী মোঃ ইসলাম ও মাতা মরহুমা ছকিনা খাতুনের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

প্রসঙ্গত, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ সাংগঠনিক থানা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মোঃ শফি বৃহস্পতিবার ২৯ অক্টোবর বিকেল ৪টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

বিএনপি নেতা মোঃ শফি ঈদগাঁহ ইউনিয়েনর মাইজ পাড়ার মৃত হাজী মোঃ ইসলাম ও মরহুমা ছকিনা খাতুনের পুত্র। মোঃ শফি বৃহস্পতিবার ২৯ অক্টোবর ভোরে নিজ বাড়িতে গুরতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎক্ষনাৎ ঈদগাঁহ থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এনে সিসিইউ-তে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ঈদগাঁহ বিএনপি’র সবার প্রিয়মুখ মোঃ শফি না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে মোঃ শফি স্ত্রী, ২ ছেলে ও ৩ কন্যা সন্তান সহ অসংখ্য রাজনৈতিক অনুসারী, গুণগ্রাহী রেখে যান। শুক্রবার ৩০ অক্টোবর বিকেল ৩ টায় ঈদগাঁহ সাংগঠনিক থানা বিএনপি’র (উপজেলার মর্যাদাসম্পন্ন) আহবায়ক হিসাবে আলহাজ্ব মোঃ শফি’র সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিলো।
(জানাজার ছবি তুলেছেন : মোহাম্মদ দেলওয়ার হোসেন)