প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের অধিকার আদায়ের একমাত্র ঐতিহ্য মন্ডিত সংগঠন “ কক্সবাজার সোসাইটির” ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ ২৯ অক্টোবর স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে কক্সবাজার সোসাইটি। উল্লেখযোগ্য কর্মসূচীগুলো হল র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা এবং প্রাক্তন-বর্তমান পূনর্মিলনী।

বিকাল ২.৩০ মি. সময় কক্সবাজার পৌরসভার সামনে কক্সবাজার শহীদ দৌলত ময়দান (পাবলিক লাইব্রেরীর মাঠ) থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান সড়কসহ বিভিন্ন উপ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠান মালার উদ্ভোধন করবেন কক্সবাজার সোসাইটির প্রধান উপদেষ্টা ও সেক্টরস কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক এসকে মোহাম্মদ নাজমুল হুদা, সভায় সভাপতিত্ব করবেন কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের প্রাক্তন- বর্তমান কর্মকর্তারা কেক কেটে গৌরবের ১০ ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে। কক্সবাজারের গৌরবজ্জ্বল এই সংগঠন এর কর্মসূচীকে সফল করতে সকল প্রগতিশীল সামাজিক আন্দোলনের সংগঠকদের উপস্থিত থাকার অনুরোধ জানান ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক হাশেম উদ্দিন ও সদস্য সচিব উজ্জ্বল দেব।