বলরাম দাশ অনুপম :

সোমবার শুভ বিজয়া দশমী। বিদায়ের সুর বাজছে মন্ডপে মন্ডপে আর ভক্তদের মাঝে।
ঘোড়ায় চড়ে আজ মর্ত্য ছাড়বেন দুর্গতিনাশিনী মা দুর্গা। ফিরবেন কৈলাশে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সকল মানুষের মধ্যে নিরন্তর শান্তি ও সম্প্রীতির আকাংখা আর করোনা ভাইরাস মুক্ত করার জন্য মা দুর্গার প্রতি প্রার্থনা জানিয়ে সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ সমাপন ঘটবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার। শাস্ত্র অনুযায়ী, বিজয়া দশমীতে শাপলা, শালুক আর বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। তাই ঢাকের বোলে নিনাদিত হচ্ছে, ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন। এদিকে মহা নবমীতেনমন্ডপে মন্ডপে ছিল ভক্তদের উপচে পড়া ভীড়। রবিবার সন্ধ্যায় শহরের বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে-করোনা সংক্রমনের কারণে যতটুকু পেরেছেন ভক্তরা স্বাস্থ্যবিধি মেনেই মন্ডপে মন্ডপে গিয়ে মা দুর্গাকে দর্শন ও প্রণাম করেছেন। সনাতন বিশ্বাসে, বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা দুর্গার আগমন ঘটে। টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মন্ডপে মন্ডপে থেকে আজ ফিরে যাবেন কৈলাশে স্বামী শিবের সান্নিধ্যে। দূর কৈলাশ ছেড়ে মা পিতৃগৃহে আসেন দোলায় চড়ে। আজ বিজয়া দশমীতে বিদায় নেবেন ঘোড়ায় চেপে।