আবুল কালাম,চট্টগ্রাম :

বন্দর নগরী চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা মহানবমী জে এম সেন হল ও নগরীর গোসাইলডাঙ্গা পূজামণ্ডপ ঘুরে দেখলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর

বোববার (২৫ অক্টোবর) দুপুরের দিকে সিএমপি কমিশনার পূজামণ্ডপ পরিদর্শনে গেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা এবং পূজা উদযাপনের বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন ও তাদের বিভিন্ন পরামর্শ দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

পুজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে অভয় দিয়ে সিএমপি কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক নিরাপত্তামূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

করোনার এই সময়ে পূজা উদযাপনকে কেন্দ্র করে যে কোন ধরনের জনসমাগম এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন সিএমপি কমিশনার।