অন্তর দে বিশাল :

সুকুমার চৌধুরী ফাউন্ডেশন প্রেজেন্ট ও মন্দির টিভির আয়োজনে বিশ্ব দূর্গাপুজা সেরা সুরক্ষিত পুজা শারদ সম্মাননা -২০২০,কক্সবাজার জেলার সেরা সুরক্ষিত পুজা নির্বাচিত হয়েছে সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী বাড়ী দুর্গা পুজা মন্ডপ।

২৫ অক্টোবর, রবিবার,মহা নবমীর দুপুরে দিকে কক্সবাজার শহরের সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী বাড়ী মন্দির প্রাঙ্গণে উক্ত বিশ্ব দূর্গাপুজা সেরা সুরক্ষিত পুজা শারদ সম্মাননা প্রদান করা হয়।

গত ২৩ অক্টোবর মহা সপ্তমী ও ২৪ অক্টোবর মহা অষ্টমীর দুইদিন ধরে কক্সবাজার জেলার মন্দির টিভির প্রতিনিধি অন্তর দে বিশাল এর নেতৃত্বে পাচঁ সদস্য বিশিষ্ট পরিদর্শন টিমের দায়িত্বে জেলার সব পুজা মন্ডপ পরিদর্শন শেষে মন্দির টিভির প্রধান কার্যালয়ে প্রেরিত পুজার তথ্য অনুসারে কক্সবাজার সেরা সুরক্ষিত পুজা মন্ডপ হিসেবে সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী বাড়ী পুজা মন্ডপ নির্বাচিত হয়।

এতে,সুরক্ষিত, সাত্বিক, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শর্ত গুলা মেনে পূজা মন্ডপ পরিচালনাসহ বেশ কিছু উল্লেখযোগ্য বিষয়কে অগ্রাধিকার দিয়ে সুকুমার চৌধুরী ফাউন্ডেশন প্রেজেন্ট, বিশ্ব দূর্গাপুজা সেরা সুরক্ষিত পুজা শারদ সম্মাননা-২০২০, কক্সবাজারসহ সারা দেশে সেরা সুরক্ষিত পুজার শারদ সম্মাননা -২০২০ প্রদান হচ্ছে।

জেলার সেরা সুরক্ষিত পুজা শারদ সম্মাননা-২০২০ প্রদান কালে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার উপদেষ্টা শ্রী পীযূষ কান্তি চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্রী প্রিয়তোষ শর্মা চন্দন, সাংবাদিক শ্রী চঞ্চল দাশ গুপ্ত, শ্রী জ্যোতি মল্লিক বাবু,শ্রী প্রতাপ শর্মা,শ্রী জয় বৈধ্য,শ্রী মিল্টন দাশ,শ্রী রবিন আর্চায্য সহ সরস্বতী বাড়ী দুর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী তপন দে,সাধারণ সম্পাদক শ্রী সুজন চক্রবর্তী, অর্থ সম্পাদক -শ্রী রনি ভট্টাচার্য সহ আরো অনেকেই।

এই সময় জেলার সেরা সুরক্ষিত পুজা নির্বাচিত হওয়া সুকুমার চৌধুরী ফাউন্ডেশন ও মন্দির টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী বাড়ীর,দুর্গা উৎসব পুজা কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক সহ সকল কর্মকতা বৃন্দ।