মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

এ দেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এবং সুস্থ রাজনীতি, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতির বিকাশ ঘটাতে আইনজীবীদের ব্যাপক অবদান রয়েছে। আইনজীবীরা হচ্ছেন- পরিশুদ্ধ ও সুস্থধারার সমাজ বিনির্মানের কারিগর। ইতিহাস তার নিরব সাক্ষী। কিন্তু আইনজীবীদের অনৈক্যের কারণে সে তাদের অবদান আজ ম্লান হতে চলছে। তাই হৃত ঐতিহ্য ও ভাবমূর্তি ফিরিয়ে আনতে দেশের সকল আইনজীবীদের ঐকবদ্ধ হতে হবে। এর কেন বিকল্প নেই।

রোববার ২৫ অক্টোবর সকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সদস্যদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ আহবান জানান।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ৪ বারের নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাবেক সভাপতি এডভোকেট ছৈয়দ আলম, সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি এডভোকেট সেলিম উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম-৪, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক সম্পাদক এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সেলিম উল্লাহ বাহদুর, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আবদুস সালাম, এডভোকেট সালাহউদ্দিন, এডভোকেট সালাহউদ্দীন আহমদ, এডভোকেট নুরুল আজিম, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এডভোকেট আবদুর রশিদ এডভোকেট, এডভোকেট হারুনর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিনিয়র আইনজীবী ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কক্সবাজার জেলা আইনজীবী সমিতি অঙ্গনে পৌঁছালে স্থানীয় আইনজীবীরা তাঁকে উঞ্চ অর্ভ্যথনা জানান। প্রসঙ্গত, স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সংক্ষিপ্ত সফরে গত ২৪ অক্টোবর স্বপরিবারে কক্সবাজার আসেন।