রাসেদুল ইসলাম মাহমুদ:

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের ছাতা মার্কেটে মাস্ক না পরায় ১৮টি মামলায় ৮হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ অক্টোবর) সমুদ্র সৈকত এর লাবনী পয়েন্টের ছাতা মার্কেটে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশণার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান৷

তিনি জানান, এ সময় বারবার অনুরোধ, নির্দেশনা ও সতর্ক করার পরেও মাস্ক না পরায় ১৮ টি মামলায় ৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও মাস্কবিহীন পর্যটকদের মাস্ক কিনে পরিধান করতে অনুরোধ করা হয় এবং প্রতিটি দোকানে ক্রেতাদের জন্য একটি মাস্ক এর বক্স ও হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যাপারে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদানপূর্বক এরূপ ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়।

মাস্ক পড়ুন, নিজে সুস্থ থাকুন, অপরকে নিরাপদ রাখুন এ শ্লোগানে সবার মাঝে সচেতনতা সৃষ্টির পাশপাশি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।