আলমগীর মানিক, রাঙামাটি
পার্বত্য জেলা রাঙামাটির সড়কগুলোকে নিরাপদ রাখতে সমন্বিত কার্যক্রম বাস্তবায়নের পাশপাশি সড়ক দূর্ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় জনসাধারণকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটির বিশিষ্ট্যজনেরা।
বৃহস্পতিবার “মুজিব বর্ষের শপথ-সড়ক করবো নিরাপদ” এই প্রতিপাদ্যে রাঙামাটি বিআরটিএ এর আয়োজনে ও রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন। রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী শাহে আরেফীন, প্যানেল মেয়র জামাল উদ্দিন, মালিক সমিতির নেতা মঈন উদ্দিন সেলিমসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধি, বাস-ট্রাক মালিক ও চালক সমিতিসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করে নিজেদের মতামত তুলে ধরেন।