সিবিএন ডেস্ক: বান্দরবানের পাহাড়ে গুগল ম্যাপ থেকে নির্দিষ্ট দুরত্বে দেখা যাচ্ছে আরবীতে আল্লাহ্‌ লেখা। গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউতে দেখলে দেখা যাচ্ছে বান্দরবান জেলায় অবস্থিত প্রাকৃতিক জলপ্রপাত নাফাকুম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গায় আরবীতে আল্লাহ্‌ আদলে লেখা।

গুগল ম্যাপ দেখুন এখানে

একটু জুম ইন করলে দেখা যায়  ছোট ছোট ন্যাড়া পাহাড় ও পাহাড়ের খাঁজের মাধ্যমে সৃষ্ট সাদা অংশটিই আল্লাহ্‌ লেখার আদলে ভেসে উঠেছে। অনেকটা হাটা পথের মত অংশের কারণে সাদা দেখাচ্ছে। ইতিমধ্যেই এই ছবিগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
তবে জায়গাটি কি মানুষের হাতে তৈরি নাকি প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে তা নিশ্চিত হওয়া যায়নি ।