সোয়েব সাঈদ, রামু :
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদকে ডাকাত দলের বর্বরোচিত হামলার ঘটনায় রামুতে আওয়ামীলীগের সহযোগি সংগঠনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রামু চৌমুহনীস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় যুবলীগ সভাপতি হাফেজ আহমদের উপর হামলাকারিদের ১ সপ্তাহের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যতায় আগামী ২৭ অক্টোবর এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন-কর্মসূচি ঘোষনা করা হবে।
সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া। আরো বক্তব্য রাখেন-রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ওলামালীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আনছারী, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজ, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি কামরুল, সাধারণ সম্পাদক জাহেদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একেরামুল হাসান ইয়াছিন, সাধারণ সম্পাদক আবদুল মোতালিব রায়হান, সাংগঠনিক সম্পাদক শাকিল বিন হোছাইন প্রমূখ।
উল্লেখ্য মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা স্টেশনে যুবলীগ সভাপতি হাফেজ আহমদ হামলার শিকার হন। সদ্য জেলফেরত চিহ্নিত ২ সন্ত্রাসী ডাকাত আবদুর রহিম ও ডাকাত রুবেলের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাকে দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করেন।