মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় ক্ষতিকারক তামাকের বিকল্প চাষ হিসেবে ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৯ ধরণের ৪৫০ কেজি শীতকালীন সবজি বীজ প্রদান করা হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাসের এগ্রো ইকোলজি প্রকল্প ও হিউমেনটেরিয়ার উদ্যোগে মঙ্গলবার দুপুরে মুজিব শতবর্ষে আয়োজিত বিশ^ খাদ্য দিবসে এ বীজ প্রদান করা হয়। সংস্থার মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সভাপতিত্বে ও মাঠ সহায়ক প্রিয়াংকা ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপ-পরিচালক মাহাফুজুর রহমান। এতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, কারিতাসের স্যাপলিং প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ইয়াহিয়া আহম্মদ ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান।

সংস্থার মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, পরিবেশ ও মাটির জন্য ক্ষতিকর বিষকৃক্ষ তামাক চাষের পরিবর্তে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে প্রকল্পের উপকারভোগী কৃষকদেরকে লাউ, বরবটি, সীম, ক্ষরাস সীমসহ ৯ ধরণের বীজ দেয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে একইভাবে কৃষকদেরকে ২৩০০ কেজি আলু বীজও দেয়া হবে।