কফিল উদ্দিন , রামু:

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা বলেছেন, নিজ নিজ দায়িত্ববোধ থেকেই বাল্যবিয়ে নিরোধে নিকাহ রেজিষ্ট্রারদের ভূমিকা রাখতে হবে । তিনি আরও বলেন রামু উপজেলায় বর্তমানে পাহাড় কাটাঁ, বালি উত্তোলন যেমন জিরো টলারেন্সে রয়েছে ঠিক তেমনি দেশ ও জাতির কল্যানে রামুকেও বাল্যবিয়ের ক্ষেত্রে জিরো টলারেন্সে নিয়ে আসা হবে।

১৯ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় রামু উপজেলা কনফারেন্স রুমে নিকাহ রেজিষ্ট্রারদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মুসলিক নিকাহ ও তালাক রেজিস্টার সমিতির রামু উপজেলা সভাপতি কাজী মাও এরশাদুল্লাহর সভাপতিত্বে ও সহ সভাপতি কাজী আবুবক্কর ছিদ্দিকের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উক্ত মতবিনিময় সভায় মুসলিম নিকাহ রেজিষ্ট্রার কল্যান সমিতির সভাপতি কাজী অধ্যাপক ফরিদ উদ্দীন, সাবেক সাধারন সম্পাদক কাজী মুজিবুর রহমান চৌধুরী বেলাল, কাজী সাইফুদ্দীন, কাজী এম,আবদুল্লাহ আল মামুন, কাজী নেছার উদ্দীন, কাজী মোঃ হাছান, কাজী ছৈয়দুল হক, কাজী নুরুল হাসান, কাজী শফিউল আলম প্রমূখ বক্তব্য রাখেন।