সিবিএন ডেস্ক:
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ট্যাংক পরিষ্কার করতে গিয়ে অগ্নিদগ্ধ ৪ জনের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে অ্যাম্বুলেন্স যুগে তাদের ঢাকায় নেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধ চারজনের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে।

অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা ৩ জন হলেন- মো. শাহ আলম (৩৫) মো. বাবুল (৩৪) ও সবুজ মিয়া (১৭)। তাদের মধ্যে মোহাম্মদ নজরুল (৬০) চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, শনিবার রাত দশটার দিকে আগ্রাবাদ এলাকায় একটি ট্যাংক পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হয় চার শ্রমিক। তখন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল। -সিভয়েস।