নিজস্ব প্রতিবেদক :

‘যা কিছু ভালো, ছড়ায় তা আলো, সুখময় স্মৃতির টানে হৃদয়ের উৎসব’ এই শ্লোগানকে ধারণ করে দুই যুগ পেরিয়ে একত্রে বন্ধুত্বের মেলবন্ধনে আবদ্ধ হলেন চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান কালারপোল হাজী মুহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচ।

গত ৯-১০ সেপ্টেম্বর (শুক্রবার-শনিবার) পর্যটননগরী কক্সবাজারের সী ওয়াল্ড হোটেলে ২ দিনব্যাপি স্কুল জীবনের সহপাঠিরা আনন্দ উৎসবে বর্নাঢ্য এক বনভোজনের মাধ্যমে অনুষ্ঠান মাতিয়ে তুলেন।

এতে আবদুর রহমানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ৯৬ ব্যাচের সভাপতি মুহাম্মদ সেলিম খাঁন। বক্তব্য শেষে ২৪ বছর পূর্তিতে সকল সহপাঠিরা মিলে বিশাল কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।

এতে সহপাঠি প্রবাস কান্তির কন্ঠে মিলিয়ে ও ডাঃ অসীমের তবলার সুরে সুরে সবাই হলরুমে গেয়ে উঠে ‘বন্ধু…..বন্ধু আমার’ গানটি। হলজুড়ে তখন অন্যরকম এক আবেগী পরিবেশের সৃষ্টি হয়। ২৪ বছর পর একে অপরকে দেখে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। জড়িয়ে ধরে একে অপরের খোঁজ খবর নেন। এ যেনো জীবনের এক শ্রেষ্ঠ সময় অতিবাহিত করলেন।

অনেকে আবার কিছু সময়ের জন্য অতীতে ফিরে গিয়ে ছেলেবেলার বন্ধুদের নিয়ে মজার বনভোজন, আড্ডা, ফেলে আসা স্কুল জীবনের স্মৃতিচারণ, সাগরপাড়ে সহপাঠিদের নিয়ে ঘুরাঘুরি, বুফেতে খাবার, হোটেলে নাস্তা, সৈকতের নুনা জলে গোসল করা, স্মৃতিচারণমূলক অনুষ্ঠানসহ অন্য রকম এক মূহূর্ত উপভোগ করেন।

২ দিনের বনভোজনে ছিলো মজাদার প্রশ্ন উত্তর পর্বও। প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আর্কষনীয় পুরস্কার জিতেন মো. আবু তাহের, নুর মোহাম্মদ, মোং ফরিদ, বাবলা চৌধুরী, ডাঃ অসীম, প্রবাস, অনুতোষ চৌধুরী। এতে নির্বাচক ছিলেন সাইফুদ্দিন মানিক, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ রফিক ও মু মামুন।

অনুষ্ঠানে স্কুলে জীবনের স্মৃতিচারণ করেন মুহাম্মদ সেলিম খান, মোহাম্মদ রফিক, সাইফুদ্দিন মানিক মেম্বার, মুহাম্মদ সেলিম হক, আবু বক্কর, আবলু বশর, আবু তাহের, আবদুল করিম, নুর মোহাম্মদ, বাবলা চৌধুরী। অনেকে অনুভূতি প্রকাশ করেন।

রেফেল ড্র ও পুরস্কার অনুষ্ঠান পরিচালনা করেন বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, সদস্য সচিব নুর, অর্থ সচিব মুহাম্মদ জসিমউদদীন মোহাম্মদ, নির্বাহী সদস্য আবলু বশর, মোহাম্মদ হাসান, মামুনুর রশিদ, বাবলা চৌধুরী, ইলিয়াস মধু। অনুষ্ঠানে ১ম পুরস্কার জিতেন রহমান, ২য় পুরস্কার জিতেন মোহাম্মদ হাসান, ৩য় পুরস্কার জিতেন সাইফুদ্দিন মানিক, ৪র্থ পুরস্কার জিতেন হাজী আবু তাহের, পুরস্কার জিতেন পেয়ার আহমদ, আয়ুব খান জামাল, অনুতোষ চৌধুরী, প্রবাস কান্তি, জসিম উদদীন ও মোহাং ফরিদ।

এছাড়াও প্রবাসে থেকে ভিডিও কলে পুরা অনুষ্ঠান উপভোগ করেছেন প্রবাসে থাকা সহপাঠিদের মধ্যে দুবাই থেকে তারেকুল ইসলাম সাঙ্গীর, আমেরিকা থেকে মোহাং আরমান, গ্রীস থেকে আবদুল হামিদ চৌধুরী, দুবাই থেকে প্রকৌশলী নুরুল আক্তার ও হাবিবুর রহমান, মালয়েশিয়া থেকে মোহাং আজাদ ও
শাহজাহান, বরিশাল আর্মি ক্যাম্প থেকে মো. মনছুর।

ড়ড়পুরো বনভোজন জুড়ে ৮৬ ব্যাচের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম খান, আবু তাহের, নুর মোহাম্মদ, মুহাম্মদ সেলিম হক, আলাউদ্দিন শিমুল,সাইফুদ্দিন মানিক, মোহাম্মদ আলী জিন্নাহ, আবদুল করিম, মোহাং রফিক, আবদুর রহমান, মোহাম্মদ জসিমউদদীন, আবুল বশর, নুরুল আবছার রনি, আবু বক্কর, ইলিয়াছ মধু, বাবলা চৌধুরী, অনুতোষ চৌধুরী, ডাঃ অসীম, প্রবাশ কান্তি, সুভাষ, ইছহাক সুমন, মোহাম্মদ ফরিদ, দোস্ত মোহাম্মদ, মোহাম্মদ ফয়সাল, মোরশেদ, মোহাম্মদ হাসান, পেয়ার আহমদ, মোহাম্মদ হোসেন, আয়ুব খান জামাল, হাসান আলী, মোহাম্মদ ইউছুপ, জাহাঙ্গীর বেলাল, ফররুখ আহমদ, আবু তাহের, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জসিমউদদীন, মামুনুর রশিদ, মোহাম্মদ আবছার ও মোহাম্মদ সেলিমসহ প্রমূখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে কর্ণফুলী উপজেলা বিট পুলিশিং-এ ৯৬ ব্যাচের দুই সহপাঠি মহিউদ্দিন মুরাদ ও সাইফুদ্দিন মানিক স্ব স্ব এলাকায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাদের সম্মানে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।