সংবাদদাতা:
জন্মনিবন্ধনে হয়রানি বন্ধ করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

প্রয়োজনে সর্বসাধারণের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার পরামর্শ সংগঠনটির নেতাদের।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত সংগঠনটির কক্সবাজার জেলা শাখার মাসিক সভায় এ আহবান জানানো হয়েছে।

সভায় জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী বলেন, জেলায় সম্প্রতি চালু হওয়া জন্ম নিবন্ধন কার্যক্রমে অহেতুক অতিরিক্ত সংযুক্তির বোঝা চাপিয়ে জনগনকে হয়রানীতে ফেলে দেওয়া হয়েছে। তাতে মানুষ কষ্ট পাচ্ছে।

জন্ম নিবন্ধন প্রক্রিয়াকে আরো কিভাবে নিয়মের ভেতরে থেকে সহজলভ্য করা যায়, তা বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন মাওলানা মোহাম্মদ আলী।

জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইবের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, অর্থ সম্পাদক হাফেজ ইসমাইল জাফর, সহ-অর্থ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মাওলানা ফজলুল করিম, আইন বিষয়ক সম্পাদক মুফতি নুরুল্লাহ শিকদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা জাহেদুর রহমান, নির্বাহী সদস্য আলহাজ্ব নুরুল আমিন, আব্দুর রহীম ও তকি উদ্দিন প্রমুখ।