পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় সালমা হত্যা মামলার আসামী জাফর আলম ও তার স্ত্রী মধুর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। তারা দুইজন বারবাকিয়া পাহাড়িয়াখালী এলাকার বাসিন্দা ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের পিতা মাতা। এ মামলায় প্রধান আসামী ঘটনার দিন চট্টগ্রামে আটক হলেও অপর আসামী জাহাঙ্গীর এখনও পলাতক রয়েছে।

সোমবার সকালে এ দুই আসামী চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক রাজিব কুমার দেব তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মর্তুজা বেগম তাদের জামিন না মঞ্জুর করার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মেয়ে সালমাকে নির্মমভাবে হত্যা করে আলমগীর ও জাহাঙ্গীরসহ তাদের পিতা মাতা। এর আগে প্রধান আসামী আলমগীরকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠালেও অপর আসামী জাহাঙ্গীর আলমকে পেকুয়া থানা পুলিশ এখনো গ্রেফতার করেনি। তাদের পিতা জাফর আলম ও মা মধু আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করেছে।