গত ১০/১০/২০২০ ইং তারিখ বিভিন্ন অনলাইন পত্রিকা এবং দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় প্রকাশিত “মাদকের অভয়ারণ্য রামুর তেচ্ছিপুল, নিয়ন্ত্রণে তিন সিন্ডিকেট” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমি প্রতিবাদকারীর দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে আমি দীর্ঘদিন যাবৎ সুনাম ও সততার সহিত আমাদের এলাকার তেচ্ছিপুল, চাকমারকুল ইউপি, রামু উপজেলায় দর্জির দোকানের ব্যবসা যাহার নাম “চুমকি টেইলার্স” করিয়া এলাকার সর্বসাধারণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে সু-পরিচিত লাভ করি। বর্তমানে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজে তথা এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সহজ সরলভাবে পরিবার-পরিজন নিয়ে সম্মানের সহিত বসবাস করিয়া আসিতেছি। আমার ব্যবসায়িক সাফল্যে কতিপয় দুস্কৃতিকারী ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা মিডিয়া কর্মীকে মিথ্যা তথ্য দিয়া উল্লেখিত শিরোনামে বর্ণিত মিথ্যা সংবাদ প্রচার করিয়াছে এবং আমার নাম মিথ্যাভাবে মাদক সিন্ডিকেটের সদস্য হিসেবে উল্লেখ করিয়াছে। আমি কোন দিন কোন সময় কথিত মাদক সিন্ডিকেটের সদস্য ছিলাম না বা বর্তমানেও নাই কিংবা কোন মাদক ব্যবসার সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নাই। দুস্কৃতিকারীদের স্বার্থ সিদ্ধির জন্য এবং পরিকল্পিতভাবে আমাকে হয়রানী, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ, সামাজিকভাবে হেয় পতিপন্ন, মানহাতি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য উক্তরূপ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে সত্যতা যাছাইপূর্বক গ্রহণযোগ্যতামূলক সংবাদ প্রকাশের জন্য সংবাদ মাধ্যমের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যথায় উক্তরূপ মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকিব।

প্রতিবাদকারী
মোঃ নাছির উদ্দিন
পিতা- আবদুল গফুর, মাতা- শামসুন নাহার,
সাং- তেচ্ছিপুল, চাকমারকুল ইউপি,
থানা-রামু, জেলা- কক্সবাজার।