রামু সংবাদদাতা:
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য, অনলাইন সংবাদ মাধ্যম তাজা খবর এর কক্সবাজার প্রতিনিধি খোরশেদ আলম হেলালীর পিতা প্রবীন সমাজসেবক সুলতান আহমদ (৭৫) শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়াপাড়া এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। সুলতান আহমদ দীর্ঘদিন ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে রেখে যান।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় রশিদনগর কাহাতিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, কাহাতিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদিন।
জানাযাপূর্ব সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, মাছুয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার সহকারি পরিচালক মাওলানা রহমত উল্লাহ এবং মরহুমের কনিষ্ট ছেলে সাংবাদিক খোরশেদ আলম হেলালী। জানাযায় জেলার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তুরের জনতা শরিক হন। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে সুলতান আহমদের দাফন সম্পন্ন হয়।
এদিকে খোরশেদ আলম হেলালীর পিতার জানাযায় শরিক হওয়ার পর বাড়িতে গিয়ে তাঁর পরিবার-পরিজনকে সমবেদনা জানান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সহ সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ন ছিদ্দিকী, দৈনিক সাগরদেশ এর সহকারি সম্পাদক এইচ সেলিম উল্লাহ, দৈনিক কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ, স্থানীয় সংবাদকর্মী মোয়াজ্জম মোর্শেদ প্রমূখ।