প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার বিকালে উখিয়ারঘোনা জেতবন বিহার চত্বরে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়।

সম্মেলনে রামু উপজেলার সকল বৌদ্ধপল্লী সমূহ থেকে প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশন রামু উপজেলা শাখার সভাপতি বাবু রিটন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু বিপুল বড়ুয়ার সজ্ছালনায় অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে উপজেলা শাখার অনেকে বক্তব্য রাখেন। এরপর বিগত (২০১৮-২০২০) কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ রামু উপজেলা শাখার পুরানো কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি এবং কেন্দ্রীয় পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি বাবু মৃনাল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উদ্বোধকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি বাবু শুভংকর বড়ুয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু মংচেইন চাকমা মংকি, সমাজ কল্যাণ সম্পাদক বাবু কেতন বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু রাজু বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আশীষ বড়ুয়া এবং স্থানীয় সমাজ সেবক বাবু রাজমোহন বড়ুয়া প্রমূখ।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব বাবু বিপক বড়ুয়া বিটু।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শেষের দিকে বাবু রিটন বড়ুয়া কে সভাপতি, বাবু তাপস বড়ুয়া কে সিনিয়র সহ-সভাপতি, বাবু তুষিত বড়ুয়া কে সাধারণ সম্পাদক এবং বাবু রাজু বড়ুয়া কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু।