সংবাদ বিজ্ঞপ্তি
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোঃ নেজামুল হক।

ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট মোঃ নজিবুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যেভাবে খুন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে তাতে পুরো দেশবাসীকে উদ্বিগ্ন। এই মুহূর্তে আইনের কঠোর প্রয়োগ চাই।

বক্তব্য রাখেন- আসক ফাউন্ডেশনের সাধারণত সম্পাদক এডভোকেট আবুহেনা মোঃ মোস্তফা কামাল, সাংবাদিক সরওয়ার কমল খন্দকার, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সিদ্দিকী, এডভোকেট রাবেয়া সুলতানা, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল সাইমুন, নজিবুল আলম, ফয়েজ উদ্দিন, জুবাইরুল ইসলাম।

সভাপতি বক্তব্যে এডভোকেট মোঃ নজিবুল আলম বলেন, মাদক প্রতিরোধে আইন সংশোধন করে আল- কোরআনে বর্ণিত শরীয়া আইন জাতীয় সংসদে পাস করা হলে এক মাসের মধ্যে নারী ধর্ষণ ও মাদক সেবন বন্ধ করা সম্ভব হবে।