বলরাম দাশ অনুপম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদ্যাপনের লক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় জেলা প্রশাসন মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে জুম কনফারেন্সের মাধ্যমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন-সাম্প্রদায়িক সম্প্রীতির এই কক্সবাজার জেলায় পূজা অনুষ্ঠিত হবে। কোন অপশক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের সেদিকে নজর রাখতে হবে। সভায় বক্তব্যে রাখেন-ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, দীপক শর্মা দীপু, সদর পুজা কমিটির সভাপতি দীপক দাশ, রামু উপজেলা আহবায়ক তপন মল্লিক, চকরিয়া উপজেলা সভাপতি তপন কান্তি দাশ, পেকুয়া উপজেলা সভাপতি সুমন বিশ্বাস, কুতুবদিয়া উপজেলা সভাপতি অধ্যাপক সমীর দাশ, মহেশখালী উপজেলা সভাপতি মাস্টার ব্রজ গোপাল ঘোষ, উখিয়া উপজেলা সভাপতি স্বপন শর্মা, টেকনাফ উপজেলা সভাপতি শিবুপদ ভট্টাচার্য্য প্রমুখ। সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট অফিসার, বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।