মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুমে হতদরিদ্রের মাঝে সৌরবিদ্যুৎ ও মহামারী করোনাকালের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

ইউপি চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি সুরক্ষা সামগ্রী ও সৌর বিদ‌্যুৎ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।

এলজিএসপি-৩বিবিজি ১ম (২০১৯-২০) এর অর্থায়নে ঘুমধুম ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে প্রায় ৪০০ হতদরিদ্রদের মাঝে স্বাস্থ‌্য সুরক্ষা উপকরণ এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪৭ পরিবারের মাঝে সৌরবিদ্যুৎ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন- বান্দরবান জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব খাইরুল বশর, প‌্যানেল চেয়ারম‌্যান কামাল উদ্দিন, ইউপি সদস‌্য দিল মোহাম্মদ, সদস‌্য আনোয়ারুল ইসলাম সিকদার, সদস‌্য বদি আলম, সদস‌্য বাবুল কান্তি তংচঙ্গা, সদস‌্য শফিকুল ইসলাম, মহিলা সদস‌্য ফাতেমা বেগম, আনোয়ারা বেগম।