জে.জাহেদ, চট্টগ্রাম:
মেরিন ফিশারিজ একাডেমির নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ।
নৌবাহিনীর এ কর্মকর্তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করে রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মেরিন ফিশারিজ একাডেমির বর্তমান অধ্যক্ষ নৌ কর্মকর্তা ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর এম মামুনুর রশীদকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধিনে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর আশরাফুল হক চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর এম সাজেদুল করিমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।   অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌবাহিনীর ই. কমডোর সানাউল নোমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পৃথক এক প্রজ্ঞাপনে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ জাকিরুল ইসলামকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব দ্যা হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের ডাইরেক্টর ক্যাপ্টেন আবুল কাসেম মোহাম্মদ মারুফ হাসানকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।