আলমগীর মানিক, রাঙ্গামাটি :
রাঙামাটি স্বাস্থ্য বিভাগ ও পৌরসভা’র আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা বিপাশ খীসা।
এটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকব্র খান, ডা. এম এ হাই, পৌর কাউন্সিল কালায়ন চাকমাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, রাঙামাটির ১০ উপজেলার ১৩১৫টি কেন্দ্রে ৬মাস বয়সী বাচ্চা থেকে ১১ মাস বয়সী ৮৯১৮ জন শিশু এবং ১১ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৬৩ জন শিশুসহ মোট ৮০হাজার ৯শ ৮১জন শিশুকে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তবে এবার করোনা পরিস্থিতির কারণে ৪ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ২ সপ্তাহব্যাপী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম হাতে নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।