শাহেদ মিজান, সিবিএন:

আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা কক্সবাজারের প্রশাসনের অনেক কিছু বদলে দিচ্ছে। জেলা পুলিশের সব সদস্য বদলের পর এবার বদল হলো অফিসিয়াল স্থায়ী মুঠোফোন নাম্বার। জেলা ও থানা ও ফাঁড়ির পর্যায় পর্যন্ত কর্তা কর্মকর্তাদের অধিকাংশ স্থায়ী নাম্বার বদল করা হয়েছে। এই একটি তালিকা প্রকাশ করে জেলা পুলিশ।

তালিকায় দেখা গেছে, খোদ পুলিশ সুপারের স্থায়ী নাম্বারও বদল করা হয়েছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবং অতিরিক্ত পুলিশ ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) থেকে পুলিশ কন্ট্রোর রুম নাম্বার ও হটলাইন নাম্বার পর্যন্ত বদল করা হয়েছে। তবে বদলে কথা বলা হলেও অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার কক্সবাজার সদর ও উখিয়া সার্কেল,  ট্রাফিক এবং সৈকত পুলিশ ফাঁড়িরর নতুন নাম্বার পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

অতীতের মতো নতুন নাম্বারগুলো গ্রামীণফোন অপারেটরের। তবে সব নাম্বার গ্রামীণ ফোনের নতুন প্রবর্তিত ০১৩ ডিজিটের।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, কক্সবাজার জেলা পুলিশ ঢেলে সাজানোর অংশ হিসেবে সব মুঠোফোনও বদল করা হয়েছে। নতুন নাম্বারগুলো গত ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।