বলরাম দাশ অনুপম :

ঈদগাঁওতে মহাশ্মশান ও মন্দিরের জন্য জায়গা দান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কয়েকজন ব্যক্তি। মূলতঃ বৃহত্তর ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড হিন্দু পাড়ায় স্বর্গীয় পিতা-মাতার স্মরণে চাষাবাদের ৩৪ শতক নিষ্ককণ্ঠক ভূমি মহাশ্মশান, শ্রী শ্রী মগদেশ্বরী মন্দির ও শ্রী শ্রী গঙ্গা মন্দিরের জন্য দান করেন স্বর্গীয় অনঙ্গ মোহন দে এর সন্তান নেপাল দে (চৌকিদার), গোপাল চন্দ্র দে, স্বর্গীয় কালী কুমারের সন্তান অজিত কুমার দে , বিভূতী রঞ্জন দে , হরি রঞ্জন দে এবং স্বর্গীয় নীরোদ বরন দে এর সন্তান মিলন কান্তি দে ও শ্যামল কান্তি দে। মহাশ্মশান, শ্রীশ্রী মগদেশ্বরী মন্দির ও শ্রীশ্রী গঙ্গা মন্দিরের জন্য দানকৃত জমি গত ২৭ সেপ্টেম্বর সাব-রেজিস্ট্রি ও নোটারী পাবলিকের মাধ্যমে চুক্তিপত্র সম্পাদন করা হয়। এদিকে গতকাল সকাল ১০টায় সমাজ উন্নয়ন যুব পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গনের দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ গোপাল কান্তি দে সঞ্চালনায় ছিলেন সাব-ইন্সপেক্টর প্রকাশ প্রণয় দে স্বাগত বক্তব্য রাখেন মহোৎসব কমিটির সভাপতি পরিমল দে সাধারণ সম্পাদক দলিটন দে, সমাজ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাবু তেজেন্দ্র দে, স্বপন কান্তি দে, বাবুল দে, হরি রঞ্জন দে, ভূমি দাতাদের সকল সদস্যগণ তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন, সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন সুমন কান্তি দে, মাস্টার বিকাশ প্রণয় দে, পলাশ ভট্টাচার্য, টিটু কান্তি দে, বিমল দে, প্রণব দে,রাজু দেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদস্য বৃন্দ। পরে সবাইকে সমাজ উন্নয়ন যুব পরিষদের পক্ষ থেকে মিষ্টিমুখ করা হয়।