নীতিশ বড়ুয়া, রামু :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, আন্তর্জাতিক খ্যাতিমান সংঘপুরোধা, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র প্রয়াণের প্রথম বর্ষ স্মরণে অষ্টপরিস্কারসহ সংঘদান সভা অনুষ্ঠিত হয়েছে। ০২ অক্টোবর (শুক্রবার) রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে এ পুণ্যদান সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, পার্বত্য ভিক্ষু সংঘের উপ-সংঘরাজ, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ধুমরী হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ঊ আছবা মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মরতœ মহাথের, আশির্বাদক ছিলেন রামু পানেরছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ঊ সুচরিতা মহাথের।

রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে আয়োজিত ধর্মদান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়–য়া, রামু থানার নবাগত অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, রামু কেন্দ্রীয় কালি মন্দিরের প্রধান পুরোহিত সুবীর ব্রাহ্মন চৌধুরী বাদল। কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি, লেখক প্রজ্ঞানন্দ থের’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তরুন বড়–য়া, স্বাগত বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজু বড়–য়া। ধন্যবাদ জ্ঞাপন করেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের উপাধ্যক্ষ শীলপ্রিয় থের।

ধর্মদেশনা করেন, রামু উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভূবন শান্তি একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মুর্তির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ করুণাশ্রী মহাথের, উখিয়া সুদর্শন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাথের, সুখাচারা মহাথের, জ্ঞানবংশ মহাথের, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলমিত্র থের, হাজারীকুল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সৌরবোধি ভিক্ষু প্রমুখ। দান সভায় শতাধিক বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ ও হাজার হাজার বৌদ্ধ উপাসক-উপাসিসকা প্রয়াত সত্যপ্রিয় মহাথের নির্বাণ শান্তি কামনায় ধর্মদান করেন। সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উড়িয়ে (প্রদীপ পুজা) অনুষ্ঠানের সমাপ্তী হয়।

উল্লেখ্য যে, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের ২০১৯ সালের ৩ অক্টোবর দিবাগত রাত পৌনে ১ টায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৯ অক্টোবর রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার প্রাঙ্গণে প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র পেটিকাবদ্ধ ও ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারী লাখো ভক্তের অশ্রুজলে চন্দন কাঠের আগুনে প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া সু-সম্পন্ন হয়।