মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
উত্তর চট্টগ্রামের-খাগড়াছড়ি ও রাঙামাটি যাতায়াতের মূল প্রবেশ দ্বার হাটহাজারী জিরো পয়েন্টে তীব্র যানজটে নাভিশ্বাস দেখা দিয়েছে।  দুই পাশে শত শত পরিবহন দাড়িয়ে। যানজটের মূল কারন প্রধান সড়ক দখল আর যত্রতত্র অটোরিক্সা পার্কিং। এ ভাবে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে সাধারন মানুষ। যানজটে শত শত গাড়ি আটকে আছে মহাসড়ক জুড়ে।

বৃহস্পতিবার(১ অক্টোবর) এমনটি দেখা গেছে  সরেজমিন ।  সকাল থেকে দীর্ঘ যানজটের কবলে বিভিন্ন যানবহন। নিরুপায় ট্রাফিক পুলিশ।

যানজটের কারন বাসস্টেশন আধা কিলোমিটার জুড়ে সড়কের বিভিন্ন স্থানে দাড়ঁ করে রাখা সিএনজি অটো-রিকসাসহ বিভিন্ন গাড়ি। ট্রাফিক পুলিশ এ সব গাড়ি গুলোর বিরুদ্ধে প্রশাসনিক আইনগত ব্যবস্থা না নেওয়ার কারনে এ সব সমস্যায় রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও নিয়োজিত ট্রাফিক সার্জেন্টকে পাওয়া যায়নি।