আব্দুস সালাম, টেকনাফ
টেকনাফ পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী। বিশেষ করে পৌরসভার স্বপ্নদ্রষ্টা, প্রথম প্রশাসক ও কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ আব্দুর রহমান বদির ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়নাধীন এলজিএসপি দ্বিতীয় পর্বের অগ্রাধিকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ১৮ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বিশ্বব্যাংক ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এলজিএসপি প্রকল্পের অধীনে ১৮ কোটি টাকা বরাদ্দে টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী খাল থেকে হেচ্ছার খাল পর্যন্ত প্রধান সড়কের উভয় পাশের্^ ড্রেন,সড়কবাতিসহ বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় অনুষ্ঠানে টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেষ্ট মুহাম্মদ আবুল মনসুর, পৌর কাউন্সিলর আবু হারেছ,এহেতাশামুল হক বাহদুর,হোসেন আহমদ,রেজাউল করিম মানিক,আব্দুল্লাহ মনির,মনিরুজ্জামান লেড়–,মহিলা কাউন্সিলর দিলরুবা খানম ও নাজমা আলম ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহদুর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।