বার্তা পরিবেশক :
নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানাসহ সাড়ে ১৩ শত কেজি পলিথিন জব্দ করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর। ৩০ সেপ্টেম্বর বিকেলে টেকনাফ পুরাতন বাস স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাঃ আবুল মনসুর ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মইনুল হক এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের জারিমানাকৃতরা হলো, টেকনাফ পুরাতন বাস স্টেশন এলাকার হৃদয়কে ৫ হাজার, মৌলভী মোঃ ফারুক মৌলভী মোঃ ফারুক ১০ হাজার, উত্তম পালকে ৫ হাজার, আবুল কাশেমকে ১০ হাজার ও মন্টু দাশকে ৫ হাজার টাকা জরিমানা করেন মোট ৩৫ হাজার টাকা। এসময় ৫ টি দোকান থেকে প্রায় সাড়ে ১৩ শত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা উপস্থিত বলেন, আমরা পরিবেশ রক্ষায় নিয়মিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান পরিচালিত করে যাচ্ছি। এবার টেকনাফ উপজেলায়ও সাড়ে ১৩শত কেজি পলিথিন ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত পলিথিন পরবর্তীতে কেটে ব্যবহার অনুপযোগি করে গুদামজাত করা হয়ে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।