ইমাম খাইর# 
আত্মস্বীকৃত ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন করেছে আদালত।

বুধবার বিকেলে সরকার এবং আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন কক্সবাজার জেলা ও  দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল হোসেন।

সেই সঙ্গে ১০১ আসামীর জামিন নামঞ্জুরের আদেশ দেন।
সরকারের পক্ষে মামলা পরিচালনা কারেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম।

২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফের হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং তৎকালীন পুলিশের আইজি ডঃ জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছিলেন।

কারা হাজতে থাকাকালে মারা যান টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার ফজল আহমদের ছেলে মোহাম্মদ রাসেল।

তাই তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।

বাকি ১০১ জনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলায় পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছে।

ওই সময় অস্ত্র ও মাদক মামলায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। ইতিমধ্যে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। সেসময় তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা ও ৩৬ টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল।

তবে আদালত সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের অধিকাংশ দুই মামলায় ইতিমধ্যে হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হয়েছেন।