কক্সবাজার জেলার মানবাধিকার বিষয়ে এডভোকেসী এবং সচেতনতা বাড়াতে মহেশখালী উপজেলার অধীন হোয়ানকে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সিএসও/ সিবিওদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক সহায়তা ও একলাব এবং মানবাধিকার কোয়ালিশন এর দিকনির্দেশনায় ২৯ সেপ্টেম্বর হোয়ানক ইউনিয়ন পরিষদ এর হলরুমে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আইন সহায়তা কমিটির সাথে এই এডভোকেসী সভা চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় নীতিমালা অনুসারে আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ মানুষকে সহায়তা করার ব্যাপারে উপস্থিত সদস্যবৃন্দ সম্মতি প্রকাশ করেন। সভা সঞ্চালনা করেন সিসিডিএফ এর নির্বাহী প্রধান সুব্রত দত্ত। সভায় ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনারা রহমান মিনা,কামরুন্নাহার, মিনু আরা মিনু,মোঃ, ছৈয়দ মিয়া,মোঃ জকির আলম,আনচার উল্লাহ আকবর,সাজ্জাদ হোছাইন। এছাড়াও সরকারি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।