মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মেজর (অব:) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলায় সন্দেহজনকভাবে গ্রেপ্তারকৃত আসামী, টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মা’র ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলাম ১০দিনের এর আবেদন এর প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৩ (টেকনাফ) এর বিচারক তামান্না ফারাহ্ শুনানী শেষে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার আইও র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, আদালত কর্তৃক মঞ্জুর করা সাবেক কনস্টেবল রুবেল শর্মা’র ৭দিনের রিমান্ড আগামী সপ্তাহে কার্যকর করা হবে।টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মাকে আইও প্রথমে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। কথিত আছে-সাবেক কনস্টেবল রুবেল শর্মা কারাগারে থাকা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এর বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন। সাবেক কনস্টেবল রুবেল শর্মা সহ এ মামলায় মোট ১৪ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। নিহত মেজর (অব:) সিনহা মোঃ রাশেদ এর বড় বোন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট একই আদালতে এই হত্যা মামলাটি দায়ের করে।